শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় বজ্রপাতে মুহাম্মদ নেজাম প্রকাশ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে টইটং ইউপির খুনিয়াভিটা এলাকার নিজ বাড়ির অাঙ্গিনায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহতের পিতা নুরুল ইসলাম জানান, তার ছেলে সন্ধ্যার দিকে বাড়ির অাঙ্গিনায় ঘোরাঘুরি করছিল। রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে প্রবেশের আগ মূহুর্তে আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বছর খানেক আগে বিয়ে করে নিহত মিয়া। ঘটনার পর সন্তান সম্ভবা স্ত্রীসহ স্বজনেরা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছিল।
এটি অস্বাভাবিক মৃত্যু। তাই আইনগত প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হবে বলে জানান পেকুয়া থানার ওসি কামরুল আজম।