শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

সাড়ে ৬০০ প্রান্তিক কৃষকের মাঝে শীতকালিন সবজির বীজ বিতরণ

বার্তা কক্ষ / ২৭০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহর, সদরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় সাড়ে ৬০০ প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন বিভিন্ন প্রজাতির সাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদের মাঝে এসব বীজ তুলে দেয় জাতীয়তাবাদী কৃষকদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম ও ঈদগাঁও বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. শফি।

জেলা কৃষকদলের সভাপতি এডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছব্বির আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য মো. আলম, জেলা যুবদল নেতা দোলন ধর, পৌর কৃষক দলের সভাপতি নুরুল আজিম সওদাগর, রামু উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ জিহাদী, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমানুল হক প্রমুখ।

কৃষক সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রান্তিক চাষিদের মাঝে বীজ বিতরণ করেন অতিথিরা।