সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ভূমি দস্যু নাসির গ্রেফতার

বার্তা কক্ষ / ৫২১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪#
সরকারী কাজে বাধাদান, বনভূমি দখল, ভূমিদস্যুতাসহ বহু মামলার আসামি কক্সবাজার শহরের কলাতলী এলাকার চিহ্নিত ত্রাস নাসির উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার হাসপাতাল সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাসির উদ্দিন কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকার মৃত জাকির আলমের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী বিহিনী লালন ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। চেক প্রতারণার মামলায় প্রায় চারমাস পর সম্প্রতি জেলা কারাগার থেকে বের হন নাসির উদ্দিন।

গত ২৮ অক্টোবর দিবাগত রাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কলাতলীর মুরব্বি সিরাজুল হকসহ ৬ জনকে মারধরে আহত করার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন। যার মামলা নং-জিআর ৮১৪/২০। এ মামলায় নাসির উদ্দিন ছাড়া আরো ৭ আসামি রয়েছে। মামলাটি করেন ভিকটিম সিরাজুল হকের ছেলে বেলায়েত হোসেন।

কক্সবাজার সদর মডেল থানার এসআই ইন্দ্রজিৎ বর্মন মামলাটি তদন্ত করছেন।

মামলার বাদি বেলায়েত হোসেন জানান, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে তার বসতভিটার জমি দখল করতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে নারকীয় তান্ডব চালিয়ে বয়োবৃদ্ধ পিতাসহ অন্তত ৬ জনকে রক্তাক্ত জখম করে। বেপরোয়া হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, কলাতলী, চন্দ্রিমা, আদর্শগ্রামসহ আশপাশের এলাকার মানুষ নাসিরের হাতে জিম্মি। সে চিহ্নিত বখাটে, সন্ত্রাসী প্রকৃতির লোকজন লালন করে। প্রভাবশালীদের ছত্র ছায়ায় থাকার কারণে নাসির উদ্দিনের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায় না। তার গ্রেফতারের সংবাদে পুলিশ প্রশাসনকে সাদুবাদ জানিয়েছে ভুক্তভোগীরা।

নাসির উদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে জিআর-৮৯৩/২০১২, সিআর মামলা নং-১০৪/১৭।

অনুসন্ধানে জানা গেছে, ২০ লাখ টাকা উৎকোচ না দেওয়ায় ইয়াবা ব্যবসায়ী হাসানকে হত্যা করা হয়েছে দাবি করে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বক্তব্য দিয়েছিল নাসির। অথচ তার বিরুদ্ধেও রয়েছে মাদক সম্পৃক্ততার অভিযোগ। নানা বিতর্ক জন্ম দেয়া এই ব্যক্তিকে দীর্ঘ দিন ধরে খোঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে কথা বললে এলাকা ছাড়া করারও হুমকি দেয় নাসির উদ্দিন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, জিআর-৮৯৩/২০১২ নং মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হবে।