কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজারের শিশু ধর্ষণ মামলায় নাছির উদ্দিন প্রকাশ আশেক নামের আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রায়ে অর্থদন্ড আদায়ের জন্য সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন প্রকাশ আশেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টর (ডিসি)কে নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ জজ) আদালতের বিচারক জেবুন্নেছা আয়শা এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত নাছির উদ্দিন প্রকাশ আশেক কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বৈদ্যার পাড়ার মোঃ শামসুল আলমের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা অনুযায়ী বিজ্ঞ বিচারক এ সাজা প্রদান করেন।
২০১৭ সালের ৬ ডিসেম্বর কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বৈদ্যার পাড়ার শফি উল্লাহর ষোড়ষী কন্যা হিরামুক্তাকে নাছির উদ্দিন প্রকাশ আশেক ধর্ষন করে।
এঘটনায় ধর্ষণের শিকার হিরামুক্তার পিতা বাদী হয়ে কুতুবদিয়া থানায় ২০১৭ সালের ৮ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। যার কুতুবদিয়ার থানা মামলা নম্বর ০৬/২০১৭ ইংরেজি। নারী মামলা নম্বর : ১৩৮৩/২০১৮ ইংরেজি।
আসামীর সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’তে জমা দিতে বলা হয়েছে। এ টাকা ক্ষতিপূরণ বাবদ ধর্ষণের শিকার হিরামুক্তাকে প্রদান করতে রায়ে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।