বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বিএনপি নেতা আবু সুফিয়ানের ঘরে এবার করোনা (ভাইরাস কোভিট-১৯) সংক্রমণে স্ত্রী পুত্রসহ আক্রান্ত হয়েছেন।
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।
একই সঙ্গে তার স্ত্রী নুর তাজ বেগম, ছেলে ব্যারিস্টার তানজিরুল ইসলাম ও গাড়িচালক মনছুর আলমও করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ জুন তিনি নমুনা পরীক্ষা করানোর পর গত শনিবার রাত একটায় তিনি জানতে পারেন তার ও পরিবারের সবার নমুনা কোভিড-১৯ পজেটিভ।
আবু সুফিয়ান বলেন, কয়েকদিন যাবৎ আমি সহ পরিবারের সদস্যদের জ্বর আসায় গত ২ জুন আমার, স্ত্রী, ছেলে এবং আমার গাড়িচালকের নমুনা পরীক্ষা করাই। শনিবার রাত একটায় আমাদের চারজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি তার চান্দগাও আবাসিকের এ ব্লকেত বাসায় আইসোলেশনে ভালো আছেন বলে জানান সেই সাথে তাদের রোগ মুক্তির জন্য চট্টগ্রামবাসির দোয়া কামনা করেন আবু সুফিয়ান৷
চান্দগাঁও থানার সূত্র জানিয়েছেন বিএনপি নেতা আবু সুফিয়ান ও তার পরিবারের সদস্যদের রিপোর্ট পজেটিভ আসায় তার পুরো বাড়ি লকডাউন করা হয়েছে৷