1. khaircox10@gmail.com : admin :
এই বাজেট টাউটবান্ধব : মোমিন মেহেদী - coxsbazartimes24.com
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:২৮ অপরাহ্ন

এই বাজেট টাউটবান্ধব : মোমিন মেহেদী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৪৬ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি:
১১ জুন প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারী-শিশু-শিক্ষা-কৃষক-শ্রমিক-যুব-ব্যবসা সর্বোপরি মানববান্ধব না হয়ে এই বাজেট টাউটবান্ধব হিসেবে বাস্তবায়নের রাস্তায় হাটছে সরকার। এভাবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে অর্থমন্ত্রী ৩৩০ কোটি টাকা সংসদের জন্য বরাদ্দের মধ্য দিয়ে অসংখ্য মানুষকে বেকার ও নিঃশ্ব করার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। সংসদের মত পবিত্র স্থানে দাঁড়িয়ে অর্থমন্ত্রী তাঁর দুর্নীতিমনস্ক চিন্তাকে জনগনের কাঁধে চাপিয়ে দিচ্ছেন। এভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করতে থাকলে জনগন প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে। আর তখন জাতির পিতার কন্যা ব্যাতিত কেউ-ই জনগনের রোষানল থেকে মুক্তি পাবে না।

নতুনধারা বাংলাদেশ এনডিবির মুখপাত্র ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- আসন্ন বাজেট হওয়া প্রয়োজন ছিলো মধ্যবিত্ত ও নিন্মমধ্য বিত্ত শ্রেণির মুক্তির পাথেয়; তা না হয়ে এখন জনগনের মৃত্যুর পয়গাম হয়ে আসছে। ছাত্র-যুব-জনতা এই বাজেট প্রত্যাখ্যান করেছে। যদি দ্রুত বাজেটকে কৃষক-শ্রমিক-শিক্ষা-যুব-নারী-শিশু ও ব্যবসা বান্ধব না করা হয়; তাহলে প্রতিবাদ হবে রাজপথে-প্রতিরোধ হবে কাজপথে। প্রতিক্রিয়ায় আরো জানানো হয়- প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কও দেবনাথ, ফজলুল হক ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রস্তাবিত বাজেট-এর বিপরিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ছায়া বাজেট তৈরি করছেন; যা আগামী সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকে জানানো হবে।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech