1. khaircox10@gmail.com : admin :
রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত - coxsbazartimes24.com
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চেইন্দা সমাজ কল্যাণ পরিষদের  আহ্বায়ক কমিটি গঠিত জলবায়ু উদ্বাস্তুদের জন্য নিবেদিত হয়ে কাজ করব -মুজিবুর রহমান উখিয়ার সোনারপাড়ায় বীচ ক্লিনিং ক্যাম্পেইন সম্পন্ন রোগীদের সেবায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক এখন কক্সবাজারে বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নালা দখল করে মাটি ভরাট ফাসিয়াখালী মাদরাসার দাতা সদস্য পদে জালিয়াতি! প্রকাশিত সংবাদে পাহাড়তলীর আবদুর রহমানের প্রতিবাদ কক্সবাজার হজ কাফেলার উদ্যোগে হজ ও ওমরাহ কর্মশালা বঙ্গবন্ধুর জন্মদিনে কক্সবাজারে ছাত্রলীগের ইফতার বিতরণ রোহিঙ্গা রেসপন্সে বিশ্বব্যাংকের ঋণকে প্রত্যাখ্যান করেছে অধিকার-ভিত্তিক সুশীল সমাজ

রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৬ বার ভিউ

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটিতে আরো ২৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার দিবাগত রাতে সিভাসু হতে আসা ৫৮টি রিপোর্টে এই ২৫ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়। নতুন শনাক্তের মধ্যে ২৩ জন রাঙামাটি সদরের, কাউখালী থেকে ১ জন ও বরকল থেকে ১ জন আছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

এর মাধ্যমে জেলার একমাত্র করোনামুক্ত উপজেলা বরকলেও প্রথমবারের মত রোগী শনাক্ত হল। নতুন আক্রান্তদের মধ্যে বেশকয়েকজন পুলিশ সদস্য ও ২ জন আনসার আছেন বলে জানা গেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮ জন।

রাঙামাটি সদর হতে আক্রান্তদর মধ্যে ৯ জন পুরাতন পুলিশের লাইনের, ২জন কাঠালতলীর, ২ জন হ্যাপীর মোড়ের, ফিশারীঘাটের ১ জন, সদর পুলিশ ফাঁড়ির ২ জন, ইসলামী ব্যাংকের ২জন, পুলিশ সুপার কার্যালয় ১ জন ও মাস্টার কলোনীর ১ জন, লেকার্স স্কুল এলাকার-১ জন, স্বর্ণটিলার-২জন বাসিন্দা রয়েছে।

নতুন শনাক্তের সাথে সাথে ৪ জন সুস্থও হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। নতুন সুস্থ ৪ জনের মধ্যে ৩ জন সদরের ও বাকি ১ জন লংগদুর বাসিন্দা। ফলে রাঙামাটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১৮১৩ টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ(বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে(সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস। তারমধ্যে ১৫৮৭টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগে আসলেও এখন পর্যন্ত ২২৬ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৭৭ জন, আরোগ্য লাভ করেছেন ৮৫ জন, আইসোলেশনে আছেন ১৯ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech