রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস ২৪ ডেস্ক:
মাত্র ৩২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খুলনা জেলা দলের সাবেক অধিনায়ক ও স্থানীয় কোচ কাজী রিয়াজুল ইসলাম কাজল। তার অকাল প্রয়াণে শোকাবহ পুরো ক্রিকেট অঙ্গনই। কাজলের পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়াতে উদ্যোগী ভূমিকা পালন করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবালের আহ্বানে কাজলের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার এ তথ্যের বিস্তারিত তুলে ধরেছেন পেসার রুবেল হোসেন। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎ কাজে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল।’
তামিমের উদ্যোগেই করোনা মোকাবিলায় গঠিত তহবিল থেকে অর্থ সাহায্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবাই। রুবেল লিখেছেন প্রয়াত কাজলের সঙ্গে অনেক দিনের পরিচয় তার। তার পোস্টের সূত্র ধরেই খোঁজ-খবর নেন তামিম, ‘আপনারা জানেন, শ্বাসকষ্টের কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন খুলনার সুপরিচিত ক্রিকেটার কাজল। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে বাগেরহাট থেকে শুরু করে ঢাকা লিগে খেলেছি। কাজলের মৃত্যু নিয়ে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম। তা দেখেই তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন।’
রুবেলের বয়ানেই উঠে এলো কাজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই রুবেলের সঙ্গে যোগাযোগ করেই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তামিম, ‘কাজলের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের সবার নৈতিক দায়িত্বও বটে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কাজলের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে একমাত্র সে-ই ছিল। তার বাবা নেই। চার বছরের ছোট্ট একটি কন্যা শিশু রয়েছে। বুঝতেই পারছেন, অকালে স্বামীকে হারিয়ে দিশেহারা কাজলের স্ত্রী। তামিম ভাই ফোন দিয়ে আমার কাছে কাজলের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে আজ কাজলের স্ত্রীর কাছে আমি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি। মানসিকভাবে অনেক শান্তি লাগছে।’
অবশ্য কাজলের এই দুঃসময়ে সবাইকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি, ‘আমার পোস্ট দেখে যেমন একজন তামিম ইকবাল এগিয়ে এসেছেন। ঠিক তেমনি আমার বিশ্বাস পুনরায় আমার এই পোস্ট দেখে, সাবেক ক্রিকেটার, সংগঠক কিংবা ক্লাবের মালিকরাও কাজলের পরিবারের সাহায্যে এগিয়ে আসবেন।’
পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের ধন্যবাদও জানিয়েছেন রুবেল, ‘তামিম ভাইয়ের পাশাপাশি এই ফান্ডে আমার জাতীয় দলের সতীর্থ যে সব ক্রিকেটারের আর্থিক অনুদান রয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’