রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

করোনা: চীনকে টপকে গেল বাংলাদেশ

বার্তা কক্ষ / ৩৪৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪ ডেস্ক
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সংখ্যায় চীনকে টপকে গেল বাংলাদেশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

মোট আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৮তম। আর মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর দেশটিতে তাণ্ডব চালিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশ কটি দেশে করোনা ভাইরাস কেড়েছে অসংখ্য প্রাণ। একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা প্রাণ কেড়েছে লাখেরও বেশি মানুষের। এখনো দেশটিতে প্রচুর মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য মৃত্যুর খবর আসছিল তখনো বাংলাদেশের অবস্থা এতটা নাজুক ছিল না। ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এরপর ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে ৪ হাজার আক্রান্ত হয়ে ৫০ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। এরপর ১৫ মে একদিনে সর্বোচ্চ এক হাজার ২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে ৬৯ দিনে ২০ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা। ২২ মে একদিনে সারাদেশে ১ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৩০ হাজার ২০৫ জনে। এরপর ২২ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১২ দিনে ২২ হাজার ৪৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। এরপর থেকে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।