রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
দোয়া করবেন, আমার শ্রদ্ধেয় মা’য়ের জন্য। দীর্ঘ ১১ বছর আগে বটবৃক্ষ বাবাকে হারিয়েছি।
আমার শ্রদ্ধেয় বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ জান্নাতবাসী করুন।
বাবা দিবসের শুভেচ্ছা
আজ বিশ্ব বাবা দিবস চলছে-
প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই দিনে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালবাসা।
আসুন বাবাকে ভালোবাসি
সবসময় শুধু আজ নয় , সারা বছর, প্রতিটি মুহুর্তে
সেই ভালোবাসা থেকেই বাবাকে আজ বিশেষ ভাবে কিছু অন্যরকম ভাবে বলি
খুব আদরে বুকের গভীরতায় বলি
“বাবা তোমাকে খুব ভালোবাসি”
খুব ভালোবাসি বাবা তোমায় আমি ও আমরা।
বাবার ভালোবাসা যদিও কোন দিবসের অপেক্ষা রাখে না, কারন বাবা তো বাবা-ই যার কোনো তুলনা হয় না। আমাদের বটবৃক্ষ বাবা, বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে পিতৃ দিবস পালন শুরু হয়। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। এনসাইক্লোপিডিয়া জানাচ্ছে, জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের প্রায় ৭৪টি দেশে বাবা দিবস পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২১জুন পালিত হচ্ছে বাবা দিবস
সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারবে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস।
মা’ এর মতো ‘বাবা’ও ছোট্ট একটি শব্দ, অথচ গভীরতা অতলান্ত-অসীম।আসুন বাবাকে ভালোবাসি সবসময়-
“ভয়কে জয় করুণ-সবার সবসময়
সুস্থতা ও শুভ-কামনা করি”।
শুভেচ্ছান্তে
খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
সিবিএন, সিপ্লাস টিভি ও দৈনিক সাঙ্গু পত্রিকা.
সদস্য সচিব-লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব।