সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
মোতাহেরা হক মিতুঃ
তুই আমাকে প্রায় বলতি
আমাকে একটা চিঠি লিখবি,
আমিও অপেক্ষা করতাম তোর চিঠির জন্য।
অনেক সময় পার হয়ে গেলো….
বৃষ্টি জল আর চোখের জল একাকার হয়ে
সে কবে শুকিয়ে গেলো।
ঐ আকাশে মেঘ সরে আবারও
রোদের ঝিলিক ছড়িয়ে পড়লো।
ঐ কদম গাছে ফুল ফুটে ঝরে পড়ে গেলো,
প্রিয় বকুলের মালাটা সে কবে শুকিয়ে গেলো।
আমিও তোর জন্য
একটি কবিতা লিখবো বলে মনে মনে কত শ্লোক সাজালাম।
আমারও আর কবিতা লিখা হয়ে উঠেনি।
তোরও চিঠি লেখা শেষ হলো না।
এলো না তোর সে চিঠিটা……
আর কত অপেক্ষা করবো বল?
কবে আসবে বল তোর সে চিঠি?
অপেক্ষার প্রহর খুব কষ্ট জানিস না তুই।
জলদি পাঠিয়ে দিস সে চিঠিটা
নীল খামে যতনে ভালোবেসে লিখিস কেমন…..
অপেক্ষায় আছি
অতি বিরহেও রোজ হাসি।